জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এ গাইলেন হালের ক্রেজ সঙ্গীতশিল্পী কনা। বহুল জনপ্রিয় লালন সঙ্গীত ‘মিলন হবে কত দিনে’ গানটি জাহিদ বাশার পংকজ এর নতুন সঙ্গীতায়োজনে কণ্ঠ দিয়েছেন কনা। লিখন রায়ের পরিচালনায় তার সঙ্গে থাকবে লালন সাজে সজ্জিত নৃত্যশিল্পীরা।
পরিবর্তন অনুষ্ঠানের ২৩তম পর্ব প্রচার হবে ১৫ এপ্রিল রোববার রাত ১০টা ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ১০ হাজার জামাইকে বরণ করলেন অপু বিশ্বাস!
--------------------------------------------------------
এবারের অনুষ্ঠানটি বাংলা নববর্ষের আমেজে নির্মিত হয়েছে। বৈশাখ, বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, ইউটিউব চ্যানেল, ঘুষ-দুর্নীতি, পরনিন্দা পরচর্চা, বিদেশি অপসংস্কৃতি চর্চা ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে পরিবর্তনে।
অডিও ইন্ডাস্ট্রিজ ও চলচ্চিত্রের প্লেব্যাক-এ প্রতিষ্ঠিত দুই সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ ও শওকত আলী ইমন। এবার সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ এর সুর ও সঙ্গীতে গান গাইবেন আরেক জনপ্রিয় সঙ্গীত পরিচালক সুরকার শওকত আলী ইমন।
এছাড়াও ‘নাচতে না জানলে উঠান বাঁকা’ শিরোনামে গানটি গেয়েছেন এ সময়ের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী উপমা।
সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
আরও পড়ুন :
এম/এসএস