ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

শাকিব-তায়েব ‘দোস্ত দুশমন’

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৯ মে ২০১৮ , ০১:২৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে অভিনেতা ডি এ তায়েবের সখ্যতা অনেক দিনের। এ সময়ে দেশীয় ছবির সবচেয়ে ব্যস্ত তারকা শাকিব খান। অন্যদিকে ছোটপর্দার অভিনেতা ডি এ তায়েবের বড় পর্দায় ‘সোনা বন্ধু’ ছবির মাধ্যমে অভিষেক। এছাড়াও ‘অন্ধকার জীবন’ নামে আরও একটি ছবির কাজ করছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে শাকিব খান এখন কক্সবাজারে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। ঢাকায় ফিরেই শুটিং ও অন্যান্য ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।  

ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে শাকিব-তায়েবের প্রযোজনা সংস্থা এস কে প্রোডাকশন ও এস জি প্রোডাকশন। ছবির গল্প লিখবেন কমল সরকার।

বিজ্ঞাপন

ডি এ তায়েব বলেন, শাকিবের সঙ্গে আমার হৃদ্যতার সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে কাজের মাধ্যমে জোরালো করতে চাই। তাই দুজন আলাপ আলোচনার মাধ্যমে এই ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।

--------------------------------------------------------
আরও পড়ুন : মেয়ের বিপদে এগিয়ে এলেন সাইফ
--------------------------------------------------------

সব ঠিক থাকলে অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই ছবির কাজ ঈদের পরই শুরু হতে পারে। উল্লেখ্য ১৯৭৭ সালে দেওয়ান নজরুল একই নামে ছবি নির্মাণ করেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় দুই নায়ক সোহেল রানা ও ওয়াসিম। ছবিটি সেসময় তুমুল ব্যবসাসফল হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |