জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন গান আসছে। গানের শিরোনাম ‘পিতা’। কণ্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস। গানের কথা লিখেছেন সুদীপ কুমান দীপ। সঙ্গীত আয়োজন করেছেন সুমন কল্যান।
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটির লিরিক ভিডিও প্রকাশ হবে। আগামী ১৫ আগস্ট আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।
গান প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, ক্যারিয়ারের শুরু থেকে অনেক গান গেয়েছি। তবে এই গানের সঙ্গে আমি অন্য কোনও গানের তুলনা করবো না। প্রতিটি শিল্পীর নিজের কিছু প্রিয় গান থাকে। এই গানটি আমার প্রিয় গানের মধ্যে অন্যতম। জাতির পিতাকে নিয়ে গান গাওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আপ্লুত। এটি একটি আবেগের গান। শ্রোতাদের গানটি ভালো লাগবে আশা করছি।
এখন পর্যন্ত শিল্পী বিশ্বাসের ‘কাগজের নৌকা’, ‘জান’, ‘তালা’ সহ বেশ কিছু অ্যালবাম প্রকাশ হয়েছে। হালের এই সঙ্গীতশিল্পী বিভিন্ন চ্যানেলে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি নিয়মিতভাবে স্টেজ শোতে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন :
এম/পিআর