ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আরটিভির শনিবারের নাটক ‘আয়না ঘর’

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮ , ০১:৩৭ পিএম


loading/img
‘আয়না ঘর’ নাটকের দৃশ্য।

অনন্যা আর দীপ্ত একে অপরকে ভালোবাসে। দীপ্ত বড় লোকের ছেলে আর অনন্যা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাদের ভালোবাসার কথা একসময় দুই পরিবারে জানাজানি হয়। দীপ্তর বাবা শরাফত অনন্যার বাবাকে দেখা করতে বলে তাদের বিয়ে পাকাপাকি করার জন্য। অনন্যার বাবা জাহাঙ্গীর দীপ্তর বাবার সঙ্গে দেখা করতে তার অফিসে যায়।

বিজ্ঞাপন

কিন্তু অফিসে গিয়ে দীপ্তর বাবাকে দেখে চমকে ওঠে জাহাঙ্গীর। দেখা যায় তাদের মধ্যে পূর্ব পরিচয় রয়েছে। দীপ্তর বাবার সঙ্গে অনন্যার ফুফুর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দীপ্তর বাবা তাকে ফেলে যাওয়ার কারণে সে আত্মহননের পথ বেছে নিয়েছিল। অনন্যার বাবা দীপ্তর বাবাকে দেখার পর তার সেই পুরনো কথা মনে পড়ে যায়। তিনি অনন্যাকে দীপ্তর সঙ্গে বিয়ে দিতে অস্বীকৃতি জানান।

-------------------------------------------------------
আরও পড়ুন : চীনের প্রেক্ষাগৃহে রাহশান-টয়া
-------------------------------------------------------

বিজ্ঞাপন

দীপ্তর বাবা ভয়ে থাকেন যদি দীপ্ত তার অতীত অপকর্মের কথা জেনে যান। তাই তিনি তার সহকর্মী মিজানের মাধ্যমে অনন্যাকে অপহরণ করেন। অনন্যার বাবা বাধা দেয়াতে তাকে গুলি করে হত্যা করা হয়। দীপ্ত অনন্যাকে পাগলের মতো খুঁজতে থাকে। অনন্যাদের ভাড়া বাসা থেকে শুরু করে যেসব জায়গায় তারা দেখা করতে যেত, সে জায়গাগুলোতে সে খুঁজতে থাকে। কিন্তু অনন্যাকে কোথাও খুঁজে পায় না। একসময় দীপ্তর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর ঘটতে থাকে বিচিত্র ঘটনা।

এভাবেই গড়ে উঠেছে ‘আয়না ঘর’ নাটকের গল্প। মাহবুব করিমের গল্পে নাটকটির নাট্যরূপ করেছেন হাসি ইকবাল। নাটকটি পরিচালনা করেছেন ইকবাল ইব্রাহিম পলাশ।

বিজ্ঞাপন

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, উর্মিলা শ্রাবন্তী কর, আব্দুল হান্নান শেলী, শাহেলা আক্তার, লায়ন মোঃ জসিম উদ্দিন, মোঃ শাহজাহান (মিজান) প্রমুখ। নাটকটি আরটিভিতে প্রচারিত হবে ৮ সেপ্টেম্বর, শনিবার রাত ৮টায়।  

আরও পড়ুন : 

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |