ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আজকের মধ্যেই স্টার জলসায় বিজ্ঞাপন প্রচার বন্ধ করুন

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ , ০২:৩৮ পিএম


loading/img

ভারতীয় চ্যানেল স্টার জলসায় বিজ্ঞাপন দেয়ার জন্য বাংলাদেশিদের যে অনুরোধ করা হচ্ছে তার নিন্দা জানিয়েছেন অভিনেতা আজিজুল হাকিম। সেই সঙ্গে তথ্যমন্ত্রীকে আজকের মধ্যেই ওই প্রচারণাটি বন্ধ করার অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে টেলিভিশন শিল্পী, কলা-কুশলী, অনুষ্ঠান নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সেখানেই আজিজুল হাকিম তার বক্তব্যে এ অনুরোধ জানান।

তথ্যমন্ত্রীকে উদ্দেশ করে আজিজুল হাকিম বলেন, ‘আমাদের এ শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য যে যে পদক্ষেপ নেয়া দরকার সেগুলো অবশ্যই আপনি বিবেচনা করবেন। আশা করবো আপনার সুবিবেচনায় এ শিল্প সামনের দিকে এগিয়ে যাবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সম্প্রতি স্টার জলসায় একটি বিজ্ঞাপন প্রচার হচ্ছে, যেখানে বলা হয়- ভারতীয় চ্যানেলে আপনার বিজ্ঞাপন দেয়ার জন্য যোগাযোগ করুন। আর এটা বলা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের দর্শকদের জন্য। তাই আমি আপনার সবিনয় হস্তক্ষেপ কামনা করছি, আপনি আজকের মধ্যেই এ প্রচারণাটি বন্ধ করুন।’  

এসময় বাংলাদেশে বিদেশি চ্যানেলের অনুমতি বাতিলসহ ৫ দফা দাবি জানান ফেডারেল অব টেলিভিশন প্রয়েশনালস্ অরগানাইজেশনের (এফটিপিও) নেতারা। এর পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আশ্বাস দিয়ে বলেন, ‘টেলিভিশন শিল্পী ও কলা-কুশলীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।’

মন্ত্রী বললেন, ‘মুক্তবাজার অর্থনীতির কারণে বিদেশি বিজ্ঞাপন বন্ধ বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে, বিদেশি আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতি রক্ষায় যেসব নীতিমালা রয়েছে তা পর্যালোচনা করে ঘাটতি পূরণে চেষ্টা করবে সরকার।’

বিজ্ঞাপন

এদিকে নভেম্বরের মধ্যেই ভারতীয় চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে টেলিভিশন চ্যানেল বিনিয়োগকারী এবং টিভি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের জোট মিডিয়া ইউনিটি। তাদের মতে, যারা দেশের বিজ্ঞাপন ভারতীয় চ্যানেলে নিয়ে যাওয়ার পেছনে ভূমিকা রাখছেন তারা সংস্কৃতির রাজাকার।

বিজ্ঞাপন

ভারতীয় টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধ এবং দেশে ভারতীয় চ্যানেলের অবাধ প্রচার বন্ধের দাবিতে কয়েক বছর ধরেই আন্দোলন হচ্ছে। এ বিষয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন কেউ কেউ।


ভারতীয় চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধে আল্টিমেটাম
 এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |