ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

এ কেমন গান?

এ এইচ মুরাদ, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৯ অক্টোবর ২০১৮ , ০৫:২৬ পিএম


loading/img
গানের দৃশ্যে শিপন-অরিন

শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবিটি আগামী ১২ অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে একটি হলে ছবিটি রিলিজ দেয়া হয়েছিল। এবার বড় পরিসরে মুক্তি পাচ্ছে ছবিটি।

বিজ্ঞাপন

এরই মধ্যে ছবির দুইটি রোমান্টিক গান, একটি আইটেম গান ও ট্রেলার ইউটিউবে প্রকাশিত হয়েছে। সবশেষ ‘বলতে এলাম’ নামে একটি গান প্রকাশ হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পী ও তিন্নি। কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সঙ্গীত করেছেন এস এ সারোয়ার। এই ভিডিওতে পারফর্ম করেছেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত নায়ক শিপন ও চিত্রনায়িকা অরিন।

গেল ৭ অক্টোবর প্রকাশিত গানটি নিয়ে অনলাইনে নেতিবাচক মন্তব্য করছেন দর্শকরা। প্রায় আড়াই লাখের কাছাকাছি দেখা হয়েছে গানটি। ইউটিউবের কমেন্টস বক্সে ২৮৪টি মন্তব্য এসেছে। যার বেশির ভাগই নেতিবাচক। গানে সুর, তাল ও গায়কের ভয়েস কোনও কিছুর মিল ছিল না। তবে ভয়েস পার্টে তিন্নি কিছুটা পার পেয়ে গেছেন।

বিজ্ঞাপন

গানটি দেখে রবিউল খান নামে একজন মন্তব্য করেছেন, ‘বাংলাদেশে আবারও থার্ডক্লাস মুভি নির্মাণ শুরু হয়েছে। শাহীন সুমনের মতো পরিচালকের কাছ থেকে এটা আশা করিনি।’

আসাদ আলী নামে একজন লিখেছেন, ‘বাংলা সিনেমায় এমন জঘন্য গান এর আগে শুনিনি। মনে চায় যারা গানটা গাইছে তাদের...। মেজাজটাই গরম করে দিয়েছে।’

দেশীয় ছবির একজন স্বনামধন্য পরিচালক শাহীন সুমনের সিনেমায় এমন নিম্ন মানের গান কেন? জবাবে আরটিভি অনলাইনকে এই নির্মাতা বলেন, ‘গানটির আরও একটি ভার্সন করার কথা ছিল। কিন্তু পরে গানটির সঙ্গীত পরিচালকের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেও পাইনি। সে কারণে মানের দিক দিয়ে কিছুটা কমতি থাকতে পারে। তবে ছবির অন্যান্য গান ও ট্রেলার দর্শকরা পছন্দ করেছেন।’

বিজ্ঞাপন

ছবিটির প্রযোজক শরীফ চৌধুরী শোনালেন ভিন্ন কথা। তিনি আরটিভি অনলাইনকে বলেন, ‘সব কাজ তো আর সমান হয় না। এই গানটিতে হয়তো মানের দিক দিয়ে কিছুটা কমতি ছিল। তবে ছবির অন্যান্য গান ও ট্রেলার সব কিছুই প্রশংসিত হয়েছে। আমরা দর্শকের জন্য একটি ভালো মানের, ভালো গল্পের ছবি উপহার দিতে চেয়েছি। আশা করি দর্শকরা ছবিটি উপভোগ করবেন।’

‘মাতাল’ সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, অধরা খান, শিপন, অরিন, মিশা সওদাগর, জয়রাজ, পারিশা, শরীফ চৌধুরীসহ অনেকে।

আরও পড়ুন : 

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |