ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

‘মিস এশিয়া’ নির্বাচিত হলেন শরিফা মোহাম্মদ

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ , ০৪:০৭ পিএম


loading/img

পঞ্চাশতম মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল ২০১৮-এর বিজয়ী হয়েছেন শরিফা আরিফ মোহাম্মদ ওমর আকিল। তিনি ফিলিপাইনের নাগরিক। ৪ অক্টোবর ফিলিপাইনের নিউ পারফর্মিং আর্টস থিয়েটারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শরিফা মোহাম্মদ ফিলিপাইনের পঞ্চম তরুণী হিসেবে মিস এশিয়া মুকুট পেলেন। এর আগের বিজয়ীরা হলেন, মিশেল আলদানা (১৯৯৩), লরনা লেগাস্পি (১৯৮৯), ফ্লোরিয়া ডাইমাইসিয়াক (১৯৮৩) এবং মারিয়া ডেল কারমেন ইনেস জারাগোজা (১৯৮২)।

শরিফা মোহাম্মদের মাথায় মিস এশিয়া মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ফ্রান্সেলি অরিক্স। এবার মিস এশিয়ার প্রথম রানার আপ হয়েছেন গ্যাব্রিয়েলা পালমা। তিনি ব্রাজিলের নাগরিক। এছাড়া বাকি রানার আপ স্বীকৃতিপ্রাপ্তরা হলেন যথাক্রমে- মেলানিয়া গঞ্জালেস (কোস্টারিকা), মিশেল্ট নারমানদাখ (মঙ্গোলিয়া), মারিয়ানা নাটালি চেকন এংলিটা (ভেনেজুয়েলা)।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য নেশনের প্রতিবেদনে বলা হয়, এই প্রতিযোগিতার জন্য এক মাসেরও কম সময় পেয়েছেন মুকুটপ্রাপ্ত শরিফা মোহাম্মদ। সেপ্টেম্বরের ১৬ তারিখ ফিলিপাইনের অন্য একটি প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। ফলে অল্প সময়ে মিস এশিয়ার জন্য প্রস্তুতি নিতে হয়েছে।

মিস এশিয়ার পাশপাশি ‘বেস্ট ইন লং গাউন’ পুরস্কারও জিতেছেন শরিফা। এছাড়া মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালের প্রাথমিক বাছাইয়ের সুইমস্যুট কম্পিটিশনে দ্বিতীয় স্থান এবং ন্যাশনাল কস্টিউম কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।

বিজ্ঞাপন

ডি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |