ছোট পর্দার অভিনেতা ডি এ তায়েবকে বাণিজ্যিক ধারার চলচ্চিত্র ‘অন্ধকার জগত’-এ নায়ক হিসেবে দেখা যাবে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। পরিচালনা করেছেন অসংখ্য সুপার হিট ছবির পরিচালক বদিউল আলম খোকন।
ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এবার প্রচারণার অংশ হিসেবে প্রকাশ হলো নতুন একটি গান। গানে দেখা যায়, বারে গান গাইছেন এবং নাচছেন মাহিয়া মাহি। অন্যদিকে ডি এ তায়েব অ্যাকশন লুকে তার দলবল নিয়ে সেখানে গিয়ে বসেন।
মাহিও তায়েবকে উদ্দেশ্য করে গাইছেন ‘রোমিওর খোঁজে এলো এই জুলিয়েট’ শিরোনামে একটি গান। গানটি শেষ হতেই মাহি পিস্তল বের করে তায়েবের মাথায় ঠেকান। এমন একটি দৃশ্যের মাধ্যমেই গানটি শেষ করা হয়েছে। গানটি দেখে বোঝা যাচ্ছে, পরিচালক হয়তো বাড়তি আকর্ষণ রাখতেই এমন একটি দৃশ্যের মাধ্যমে গানটি শেষ করেছেন।
গানটি লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন আলী আকরাম শুভ। কন্ঠ দিয়েছেন রোমানা ইসলাম রুমা।
উল্লেখ্য, ‘অন্ধকার জগত’ ছবিতে ডি এ তায়েব ও মাহি ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজেন্ডার বোসহ অনেকে।
আরও পড়ুন :
এম/পিআর