ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কুমার বিশ্বজিতের নতুন গান

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০২ নভেম্বর ২০১৮ , ০৩:২৪ পিএম


loading/img

নতুন গান ও ভিডিও নিয়ে ভক্তদের সামনে হাজির হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ। ‘আমি বলতে তোমায় পারিনি, কী যে কষ্ট একাকী, সারাটি জীবন পাড়ি দেয়া, নিজেকে দিয়ে ফাঁকি’- এমন কথায় গানটির শিরোনাম ‘বলতে পারিনি’।

বিজ্ঞাপন

কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুন মুন্সী। ভিডিওতে মডেল হয়েছেন লাক্স সুন্দরী মীম মানতাসা ও ফারহান খান রিও। এছাড়া কুমার বিশ্বজিতকেও দেখা যাবে ভিডিওতে।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত নাসির। ১ নভেম্বর ‘বলতে পারিনি’ এক্সক্লুসিভলি উন্মুক্ত করা হয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবিস্ক্রিনে।

বিজ্ঞাপন

কুমার বিশ্বজিতের গানটি প্রথমে এক্সক্লুসিভলি পাওয়া যাবে রবিস্ক্রিনে। এছাড়া ইউটিউবেও প্রকাশ করা হবে ভিডিওটি।

১৯৬৩ সালের ১ জুন জন্মগ্রহণ করেন কুমার বিশ্বজিৎ। চট্টগ্রাম জেলায় কেটেছে শৈশব। কলেজে পড়ার সময় ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গান গেয়ে বন্ধুমহলে তারকা বনে যান। এরপর সঙ্গীতের পথ ধরে হয়ে উঠেন দেশের নন্দিত সঙ্গীত তারকা। জয় করে নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘তুমি রোজ বিকেলে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘যেখানে সীমান্ত তোমার’ কিংবা চন্দনা গো রাগ করো না’ এমন অসংখ্য গান।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

এম/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |