ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মুক্তির আর কত তারিখ পেছাবে ‘দহন’?

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১১ নভেম্বর ২০১৮ , ০৯:১৩ পিএম


loading/img

বছরের আলোচিত সিনেমা ‘দহন’ একের পর এক মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে। সিয়াম-পূজা জুটির অভিনীত ছবিটি প্রথমে ঈদ-উল-আজহায় মুক্তির ঘোষণা দেয়া হয়। কিন্তু প্রচুর গ্রাফিক্সের কাজ বাকি থাকা ও আন্তর্জাতিক মানের এডিটিং-এর লক্ষ্যে মুক্তির তারিখ পেছানো হয়।

বিজ্ঞাপন

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরবর্তীতে গেল ৫ অক্টোবর মুক্তির কথা বলা হয়। শেষ পর্যন্ত ওই তারিখেও ছবিটি মুক্তি পায়নি। সবশেষ ১৬ নভেম্বর মুক্তির তারিখ থাকলেও এদিনও মুক্তি পাচ্ছে না। ‘দহন’ মুক্তি পাবে ৩০ নভেম্বর।

বার বার মুক্তির তারিখ পেছানোর ফলে দর্শকমহলে প্রশ্ন দেখা দিয়েছে, আদৌ কি ৩০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসবে ছবিটি? আপাতত আরও কিছুদিন ছবিটি মুক্তির অপেক্ষায় থাকতে হবে সিয়াম-পূজার ভক্তদের। 

বিজ্ঞাপন

এর আগে ছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয়ের জন্য মহরত অনুষ্ঠানে অভিনেত্রী বাঁধনের নাম ঘোষণা দেয়া হয়। পরে বাঁধন ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেন। পরবর্তীতে জনপ্রিয় নায়িকা পূর্ণিমার কথা শোনা যায় ওই চরিত্রের জন্য। যদিও সবশেষে আরেক জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ছবিটিতে অভিনয় করেছেন।

এদিকে ‘দহন’ ছবির বিতর্কিত গান ‘হাজির বিরিয়ানি’ বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ৪ নভেম্বর সেন্সর বোর্ডের পক্ষে এই চিঠি ইস্যু করেন সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার। সেন্সরবিহীন গানের কথাটি অশ্লীল ও আপত্তিকর এই মর্মে প্রযোজনা প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়।

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিটি নির্মিত হয়েছে ‘সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট’র গল্প নিয়ে। এখানে সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক আর পূজাকে একজন গার্মেন্টসকর্মীর চরিত্রে দেখা যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

বিজ্ঞাপন

 

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |