ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পূজার ছুটিতে বেনাপোল সীমান্তে যাত্রী পারাপারে ভিড়

আরটিভি নিউজ

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ০৮:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিন ছুটিতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বেড়েছে যাত্রীদের ভিড়। 

বিজ্ঞাপন

শুক্রবার (১১ অক্টোবর) সকালে দীর্ঘ লাইনে থাকতে হয়েছে যাত্রীদের। তবে সীমান্ত এলাকার যাত্রী হয়রানি কমায় কিছুটা স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।

প্রতিদিন এ সীমান্ত দিয়ে সাড়ে ৪ থেকে ৫ হাজার যাত্রী যাতায়াত করলেও শুক্রবার সকাল ১২টা পর্যন্ত প্রায় ৪ হাজার যাত্রী যাতায়াত করেছে বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। 

বিজ্ঞাপন

ভারতে যাওয়ার জন্য বেশ কিছুদিন ধরে নতুন কোনো ভ্রমণ ভিসা ইস্যু না হওয়ায় কমেছে যাত্রীর সংখ্যা। তবে দুর্গাপূজা উপলক্ষে প্রায় দেড়গুন বেড়েছে যাত্রী যাতায়াত। লম্বা ছুটি থাকার কারণে পূজা দেখা ও কেনাকাটাসহ চিকিৎসা করাতে অনেকেই যাচ্ছেন ভারতে।

যাত্রী সেবায় বেনাপোল ও পেট্রাপোল ইমিগ্রেশনে বেড়েছে জনবল। ফলে শৃঙ্খলার মধ্যেই দুই দেশের যাত্রী যাতায়াত করছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |