• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

শেষের পথে বাপ্পী-অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০১৯, ১৬:৩৮

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাসকে জুটি করে তাক লাগিয়ে দেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। আলোচিত এই ছবিটির প্রযোজনায় আছে বেঙ্গল মাল্টিমিডিয়া। গেল বছর ছবির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ছিল শুধু গানের শ্যুটিং।

দুদিন ধরে চলছে গানের শ্যুটিং। সেখানে অংশ নিচ্ছেন বাপ্পী-অপু। আর শুক্রবার নরসিংদীর মাধবদীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে রোমান্টিক একটি গানের শ্যুটিং করেছেন তারা। গানটির নৃত্য পরিচালনা করেছেন হাবিব।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘বৃহস্পতিবার থেকে একটি গানের শ্যুটিং করছি হেরিটেজ রিসোর্টে। কাজটি দারুণ হয়েছে। এছাড়া আরও একটি গান বাকি রয়েছে। গানটির লোকেশন খোঁজা হচ্ছে। গানটি শেষ হলেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারব।’

অপু বিশ্বাস বলেন, ‘বাপ্পীর সঙ্গে প্রথম কাজ। দেখতে দেখতে পুরো ছবির শ্যুটিং শেষ হলো। এখন গানের কাজ করছি। দর্শকরা বেশ কিছু চমক পাবেন ছবিতে।

তিনি আরও বলেন, আমি ভক্তদের কখনও প্রতারিত করিনি। ভালো ছবি উপহার দেয়ার চেষ্টা করেছি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ একটি ভালো ছবি হতে যাচ্ছে। ভক্তদের ভালো লাগবে আশা করছি।

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ছবির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এই পরিচালকের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। রিয়াজ-শাবনূর জুটির ছবিটি ব্যবসা সফল হয়। পরের বছরই কলকাতায় ছবির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। ওই ছবিতে ছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। ১৮ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নির্মাণ করছেন। যদিও এটি আগের ছবির সিক্যুয়েল নয় বলে জানিয়েছেন নির্মাতা।

বাপ্পী-অপু ছাড়া ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠুসহ অনেকে।

আরো পড়ুন:

এম/জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলে জয়কে নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলেন অপু বিশ্বাস
অপুর নতুন লুকে মুগ্ধ নেটবাসী
কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী
শাকিব আমার সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি আসে: অপু