• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বাড়ি খুঁজছেন অর্জুন-মালাইকা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জানুয়ারি ২০১৯, ১৬:৪৭

অসম প্রেমে পড়েছেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। এবার পরিণয়ের দিকে যাচ্ছে তাদের সম্পর্ক। এ বছরই বিয়ে করবেন অর্জুন-মালাইকা।

এরই মধ্যে নতুন বাড়ির সন্ধানে নেমেছেন তারা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিয়ের আগেই নতুন বাড়িতে উঠতে পারেন অর্জুন-মালাইকা।

মুম্বাইতে নাকি বাড়ি নিতে চান এই দুই তারকা। যদিও তারা ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ। মাঝে এ নিয়ে মালাইকাকে প্রশ্ন করলে তিনি জানান, ‘আমি ব্যক্তিগত প্রশ্নের উত্তর কখনও দিই না। এমন নয় যে সে সব প্রশ্নের উত্তর দিতে আমার লজ্জা হয়। আসলে ব্যক্তিগত বিষয় প্রকাশে মিডিয়ায় কথা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। শুধু এটা বলতে পারি, জীবনটা এনজয় করছি।’

এখন অর্জুন কাপুরের বয়স ৩৩ বছর আর মালাইকার ৪৫। সম্পর্কের ক্ষেত্রে বয়স কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের কাছে।

২০১৭ সালে মে মাস নাগাদ সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মালাইকা। অর্জুনের সঙ্গে সম্পর্কই তার কারণ বলে শোনা গিয়েছিল। যদিও তা নিয়ে কখনও মুখ খুলেননি তিনি।

এম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার মালয়েশিয়ার নাম্বার থেকে হুমকি, শাহজালালে নিরাপত্তা জোরদার
দুই ট্রাকভর্তি বিনামূল্যের বই জব্দ, আটক ২
মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত