সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শানারেই দেবী শানু। আজ শনিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সাভারের আমিনবাজারে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেত্রীর বহনকারী মাইক্রোবাস।
ঢাকা থেকে মানিকগঞ্জে একটি শুটিং স্পটে যাবার পথে দুর্ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বড় বাড়ি’ শিরোনামের একটি নাটকের শুটিং-এর জন্য মানিকগঞ্জ যাচ্ছিলাম। গাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ একটি ধাক্কায় চমকে উঠি। আমিন বাজারে আমাদের চলন্ত গাড়িকে একটি ট্রাক সজোরে আঘাত করে।
শানু বলেন, মাইক্রোবাসসহ সামনে থাকা একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে আমি আর ড্রাইভার ছিলাম। গাড়ির পেছনের দিকে না বসায় ভয়াবহ ক্ষতির হাত থেকে বেঁচে গেছি। শুধুমাত্র বুকে ব্যথা পেয়েছি। ঘাতক ট্রাক চালককে পুলিশ আটক করেছে।
২০০৫ সালে লাক্স-চ্যানেল আই শ্রেষ্ঠ তারকা হয়েছেন শানু। নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করছেন তিনি। গেল বছর ‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নিজের নাম লিখিয়েছেন।
জিএ/এম