ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্মাতা সৌদ এখন শঙ্কামুক্ত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ , ০৬:০৭ পিএম


loading/img

‘গহীন বালুচর’ ছবির নির্মাতা বদরুল আনাম সৌদ মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেয়া হয়। অবস্থার উন্নতি না হলে সেখান থেকে তাকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।

তার স্ত্রী বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, ‘এখন সৌদ সুস্থ আছে। তার হার্টে ব্লক ধরা পড়লেও ডাক্তার বলেছেন শঙ্কামুক্ত।’

বিজ্ঞাপন

বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. বদিউজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এই নির্মাতা।

নির্মাতা বদরুল আনাম সৌদকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু, কচি খন্দকার, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, সাজু খাদেম, সাজ্জাদ সনি ও পিকলু চৌধুরী।

ছোট পর্দায় নাটক নির্মাণ করে আলোচনায় আসেন সৌদ। এরপর ‘গহীন বালুচর’ ছবিটি পরিচালনা করেও প্রশংসিত হন তিনি।

বিজ্ঞাপন

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |