• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

নির্মাতা সৌদ এখন শঙ্কামুক্ত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৭

‘গহীন বালুচর’ ছবির নির্মাতা বদরুল আনাম সৌদ মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেয়া হয়। অবস্থার উন্নতি না হলে সেখান থেকে তাকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।

তার স্ত্রী বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, ‘এখন সৌদ সুস্থ আছে। তার হার্টে ব্লক ধরা পড়লেও ডাক্তার বলেছেন শঙ্কামুক্ত।’

বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. বদিউজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এই নির্মাতা।

নির্মাতা বদরুল আনাম সৌদকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু, কচি খন্দকার, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, সাজু খাদেম, সাজ্জাদ সনি ও পিকলু চৌধুরী।

ছোট পর্দায় নাটক নির্মাণ করে আলোচনায় আসেন সৌদ। এরপর ‘গহীন বালুচর’ ছবিটি পরিচালনা করেও প্রশংসিত হন তিনি।

এম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের লক্ষ্য রয়েছে: অর্থ উপদেষ্টা
চট্টগ্রামে ৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট
চিকিৎসক-নার্সসহ বিএসএমএমইউর ১৫ জন বরখাস্ত
দর্শনায় যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন