ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬ , ০৩:৪১ পিএম


loading/img

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিও হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার পথে শেরাটন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যেতে চাইলে পুলিশ তাদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। এতে আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে ৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সুন্দরবনবিনাশী ওই প্রকল্প বাতিলের হুঁশিয়ারি দিয়ে তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে এ চুক্তি করছে। দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। তাই দলমত নির্বিশেষে আমাদের সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আনু মুহাম্মদের নেতৃত্বে ঘেরাও কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকী, শ্রমিক নেত্রী মোশাররেফা মিশু প্রমুখ।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |