ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ভারতের শহীদ সেনাদের পাশে দাঁড়ালেন সালমান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ , ০১:৪৪ পিএম


loading/img

বলিউডে সুপারস্টার সালমান খান বড় হৃদয়ের মানুষ একথা কম বেশি সবারই জানা। আবারও নিজের বড় মনের পরিচয় দিলেন এই অভিনেতা। পুলওয়ামা ঘটনায় পুরো ভারত এখন শোকের সাগরে ভাসছে। ৪৯ জন সেনার মৃত্যু মেনে নেয়নি কেউই।

বিজ্ঞাপন

রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে শোবিজেও। এ ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত। পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধের দাবিও উঠছে।

এবার শহীদ পরিবারের পাশে এসে দাঁড়ালেন সালমান খান। ভারতীয় গণমাধ্যম এবেলার খবরে বলা হয়, বিজেপি নেতা কিরেন রিজ্জু টুইটে জানিয়েছেন, ‘সালমান তার সংস্থা বিইং হিউম্যান-এর মাধ্যমে শহীদদের সাহায্য করছেন। পুলওয়ামা কাণ্ডে শহীদদের পাশে দাঁড়ানোর জন্য সালমান খানকে ধন্যবাদ।’

বিজ্ঞাপন

সেনাদের পরিবারকে দ্রুত চেক পাঠানো হবে বলে জানান কিরেন।

সালমানের পাশাপাশি ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবির টিম ও আরএসভিবিপি শহীদ সেনার পরিবারের তহবিলে ১ কোটি টাকা সাহায্য করেছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |