• ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
logo

বিমান ছিনতাই চেষ্টাকারীর সঙ্গে শিমলার ঘনিষ্ঠ ছবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৪

সেই বিমান ছিনতাই চেষ্টাকারী মাহমুদ পলাশ নায়িকা শিমলার প্রেমিক বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। পলাশের সঙ্গে শিমলার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মাহিবি জাহান নামে ফেসবুক আইডি থেকে ছবিগুলো ছড়ায়।

এদিকে গতকাল রাত থেকে বিষয়টি নিয়ে আরটিভি অনলাইন শিমলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু আজ সোমবার এই রিপোর্ট লেখা পর্যন্ত শিমলার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে ওই যুবকের সঙ্গে শিমলার কী ধরনের সম্পর্ক সে বিষয়ে জানতে নায়িকার কাছের এক পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন।

বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১৪৭) জরুরি অবতরণ করে। ওই উড়োজাহাজে ১৩৪ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিলেন। বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর তারা সবাই অক্ষত অবস্থায় নেমে আসেন। কেবিনক্রুদের জিম্মি করা হয়েছিল। তবে ছিনতাইকারী কোনও যাত্রীর ক্ষতি করেননি।

লে. কর্নেল ইমরুলের নেতৃত্বে ৮ মিনিটের অভিযানকালে তিনি নিহত হন।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক শিমলার। ছবিতে শিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

সবশেষ বলিউডে ‘সফর’ নামে একটি ছবিতে অভিনয় করার খবরে হৈচৈ ফেলেন শিমলা।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাক সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন: আইএসপিআর
রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক সেনাবাহিনী
বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াত-স্পেশালাইজড ইউনিট