সাইমন-মাহির ‘জীবন থেকে পাওয়া’
ঢাকাই চলচ্চিত্রে সাইমন সাদিক ও মাহিয়া মাহি বেশ আলোচিত জুটি। যদিও তাদের ক্যারিয়ারে একমাত্র অভিনীত ছবি ‘পোড়ামন’ বেশ আলোচিত ছিল। প্রথম ছবির পর প্রায় পাঁচ বছরের বিরতি ভেঙে গেল বছর ‘জান্নাত’ ছবিতে দেখা যায় সাইমন-মাহিকে।
এদিকে ‘আনন্দ অশ্রু’ নামে আরও একটি চলচ্চিত্রের কাজ করছেন সাইমন-মাহি। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়, স্বল্পদৈর্ঘ্যের ছবির জন্য জুটি বেঁধেছেন তারা। ‘জীবন থেকে পাওয়া’ নামের স্বল্পদৈর্ঘ্যের এ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইদুর রহমান সজল।
-------------------------------------------------------
আরও পড়ুন : সবাই মিলে বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখবো: স্বাগতা
-------------------------------------------------------
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। সম্প্রতি রাজধানীতে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়েছে।
নির্মাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অধ্যায় উঠে আসবে এ স্বল্পদৈর্ঘ্যটিতে।
নির্মাণের পর ১৬ মার্চ প্রধানমন্ত্রীকে দেখানো হবে। এরপর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে। এটি দেখা যাবে ইউটিউবেও।
আরও পড়ুন :
এম/জেবি
মন্তব্য করুন