ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আসিফের ‘লাশ’ গান-ভিডিও উন্মুক্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০১ এপ্রিল ২০১৯ , ০১:২৭ পিএম


loading/img

নিজে লাশ না হলেও প্রেমিকার কারণে নিজের হৃদয়কে ‘লাশ’ করে নিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। একের পর এক যেন ধামাকা দিয়ে যাচ্ছেন বাংলা গানের এই যুবরাজ। সঙ্গীতাঙ্গনে রাজত্ব করছেন আপন মহিমায়। আসিফিয়ানরা যেমন অপেক্ষায় থাকেন কখন আসবে যুবরাজের নতুন ধামাকা, তেমনি যুবরাজও উতলা হয়ে যান নতুন গান ভক্তদের উপহার দেয়ার জন্য।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় এবার যুবরাজ নিয়ে এলেন নতুন গান ‘লাশ’। নিজের হৃদয়কে কেন, কিভাবে ‘লাশ’করলেন? সেটাই জানালেন গানে গানে।

প্রিন্সের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। সাজেকের মনোরম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে যুবরাজের সাথে মডেল হয়েছেন সিনি স্নিগ্ধা ও ফারহান খান রিও।

বিজ্ঞাপন

আসিফ আকবর বলেন, কিছু গান বেঁচে থাকে চিরকাল, ‘লাশ’চিরকাল বেঁচে থাকার মতো একটি গান। গানটি আমার যেমন প্রিয়, তেমনি ধ্রুব দা’রও অনেক প্রিয় গান এটি। সৈকত নাসিরের ভিডিও মানেই নতুন কিছু। এই ভিডিও তার ব্যতিক্রম না। ভালো লাগবে সবার।

গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে ৩১ মার্চ, তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘লাশ’গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।

বিজ্ঞাপন

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |