তাকে বলা হয় চট্টগ্রামের আশা ভোঁসলে। বরেণ্য কণ্ঠতারকা আশা ভোঁসলের গায়কী আর কণ্ঠ তার সঙ্গে মিল থাকায় রাজশ্রী আচার্য কে চট্টগ্রামের সঙ্গীত প্রিয় মানুষ ভালোবেসে, আদর করে চট্টগ্রামের আশা ভোঁসলে বলে ডাকেন।
২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত স্বামী সমীরণ আচার্যের অসুস্থতার জন্য তিনি কোনও অ্যালবাম করেননি। ২০১৬ এর শেষ দিক থেকে তিনি আবার সঙ্গীতে নিয়মিত হন। ঢাকায় চলে আসেন স্থায়ীভাবে। গেলো বছর লেজার ভিশন থেকে প্রকাশ পায় তার গাওয়া মিউজিক্যাল ফিল্ম পিছুটান। গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়। এবার পয়লা বৈশাখ উপলক্ষে নতুন গান প্রকাশ হচ্ছে।
রাজশ্রী জানান, নতুন এ গানটির শিরোনাম বলতে আসি বার বার। রবিউল ইসলাম জীবনের লেখা নতুন এ গানটির সুর ও সঙ্গীত করেছেন সাব্বির জামান। গানটি গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে আমি কন্ঠ মিলিয়েছি। আর এ এন্টারটেইনমেন্টের চ্যানেলে দর্শক-শ্রোতারা এ নতুন গানটি ১৩ এপ্রিল থেকে উপভোগ করতে পারবেন। গানটির ভিডিও পরিচালনা করেছেন নির্জন আহমেদ।
দীর্ঘ বিরতি কাটিয়ে তিনি আবার স্টেজ শো, টেলিভিশন চ্যানেলের শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
জিএ/এম