ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আসিফের ‘সংশয়’

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৪ এপ্রিল ২০১৯ , ০৮:৩৪ পিএম


loading/img

বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। পয়লা বৈশাখে নতুন গান উপহার দিলেন ভক্তদের। গানের শিরোনাম ‘সংশয়’। কথা লিখেছেন সজিব শাহরিয়ার, সুর আশিকুর রহমানের এবং সঙ্গীত আয়োজনে ছিলেন সাফি মাহমুদ রবিন।

বিজ্ঞাপন

গানটির লিরিক ভিডিও প্রকাশ হয়েছে ফেদারমেন ডিজিটাল’র ইউটিউব চ্যানেল-এ। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র।

‘সংশয়’ গানটির প্রসঙ্গে জানতে চাইলে আসিফ আকবর বলেন, প্রতিদিন আমাদের নতুন নতুন গান গাইতে হয়। ভক্তদের পছন্দের কথা রেখেই গান করি। এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানেও নানা রকম চাওয়া থাকে। এসব ব্যস্ততার মাঝেও এমন কিছু গান করার চেষ্টা করি যা নিজেকে আত্মতৃপ্তি দেয়। আবার এমন কিছু গানও করি যা ভবিষ্যতেও শ্রোতারা শুনবেন বা অনেকদিন গানটি মানুষের মাঝে বেঁচে থাকবে। সংশয় তেমনি একটি গান। আমার শ্রোতাদের গানটি ভালো লাগবে আশা করছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। জীবন হোক সুন্দর।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |