ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিজেপিতে যোগ দিলেন অঞ্জু ঘোষ

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ০৫ জুন ২০১৯ , ১০:০৫ পিএম


loading/img

‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জু ঘোষ ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

আজ বুধবার বিজেপির পশ্চিমবঙ্গের প্রধান কার্যালয়ে তিনি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করে যোগদান করেন।

এসময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অঞ্জু ঘোষকে দলীয় প্রতীক পদ্মফুল তুলে দেন। সেই সঙ্গে তার বিজেপিতে যোগদান সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

দিলীপ ঘোষ বলেন, বহু মানুষই এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। তেমনি বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ।

তিনি বলেন, নরেন্দ্র মোদির সরকার যে উন্নয়ন করছে, তার সাথে তিনি সম্পৃক্ত হতে চান। তাকে আমরা বিজেপিতে স্বাগত জানাই। আমরা আসল বেদের মেয়ে জোসনা খুঁজে পেয়েছি।

সাম্প্রতিক লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে দলবদলের হিড়িক লেগেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেকেই এবার যোগ দিচ্ছেন বিজেপি শিবিরে।

বিজ্ঞাপন

যোগদান পর্বে এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |