ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

এবার প্রযোজনায় জ্যাকলিন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২২ জুলাই ২০১৯ , ১১:৪৯ পিএম


loading/img

বলিউডের জনপ্রিয় মুখ জ্যাকলিন ফার্নান্ডেজ ‘রেস ৩’ ছবির পর  বেশ কিছু দিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।

বিজ্ঞাপন

মাঝে অবশ্য ওয়েব সিরিজে কাজ করছেন বলে খবর পাওয়া যায়। ‘মিসেস সিরিয়াল কিলার’ শীর্ষক এই ওয়েব সিরিজের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। 

এবার জানা গেছে, জ্যাকলিন নিজের প্রযোজনা সংস্থা থেকে একটি অ্যাকশন ছবির সিরিজ প্রযোজনা করতে চলেছেন। 

বিজ্ঞাপন

এরই মধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজও প্রায় শেষ। বছরের শেষে এই ছবির ফ্লোরে যাওয়ার কথা। শোনা যাচ্ছে, জ্যাকলিনের স্বপ্ন সফল করতে ছবিটির সহ-প্রযোজক হতে রাজি হয়েছেন মধু মান্টেনা। 

নিজের প্রযোজিত প্রথম ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। দর্শকরা অ্যাকশন গার্ল রূপে দেখবেন এই অভিনেত্রীকে। 

সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলসে গিয়ে অভিনয়ের ওয়ার্কশপের পাশাপাশি জ্যাকলিন যে মার্শাল আর্টস ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছেন সে কথা নিজেও স্বীকার করেছেন তিনি। 

বিজ্ঞাপন

অভিনয়ে সফলতা পেয়েছেন আগেই। এবার প্রযোজক হিসেবে কতটা সফল হন জ্যাকলিন তা সময়ই বলে দেবে। 

বিজ্ঞাপন

এম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |