চলচ্চিত্র অভিনেতা আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার জ্বর নিয়ে শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা।
বিজ্ঞাপন
পরে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তার। বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
মঙ্গলবার ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে এক মানববন্ধনের আয়োজন করেন জায়েদ। সেখানে তিনি অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে বেশ কিছু গণমাধ্যম আলমগীরের বরাত দিয়ে লিখেছেন, ‘আপাতত কিছুটা সুস্থবোধ করছি। ডাক্তাররা আরও দুই-তিনদিন হাসপাতালে থাকতে বলেছেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’
এম