• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

শফিক তুহিনের সুর-সংগীতে সাব্বির নাসিরের গান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ আগস্ট ২০১৯, ১৬:০৮
সাব্বির নাসির

শফিক তুহিনের সুর ও সংগীত, আবু সায়েম চৌধুরীর গীতিতে গানচিল মিউজিক এর ব্যানারে মুক্তি পেল সাব্বির নাসির-এর ব্লুজ মেলোডি ভিত্তিক নতুন গান ‘তোমার হবো বলে’। গানচিল-এর ইউটিউব চ্যানেলে শুভব্রত সরকার নির্মিত গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে।

সাব্বির নাসির মূলত মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছেন সাইকেডেলিক এবং মেলোডি ব্লুজ গানের ধারাকে জনপ্রিয় করতে।

গানটি প্রসঙ্গে মিউজিক ভিডিওর ডিরেক্টর শুভব্রত সরকার বলেন, “সাব্বির নাসিরের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। কাজ করার আগেই বুঝে গিয়েছি তিনি দারুণ পারসোনালিটির একজন মানুষ। নিজের কাজের প্রতি অন্যরকম ভালোবাসা ও বিশেষ ধরনের একরকম স্বকীয়তা আছে উনার। আমাদের অল্প সময়ে গড়ে ওঠা পারস্পারিক সম্পর্ক আর ভিডিও নিয়ে ফলপ্রসূ আলোচনারই প্রতিফলন অ্যাকশন, থ্রিলার আর রোমান্টিক ধাঁচের মিউজিক ভিডিও ‘তোমার হবো বলে’। এই ধরনের চ্যালেঞ্জিং কাজ আমি সত্যি অনেক পছন্দ করি। আশা করছি দর্শক এই মিউজিক ভিডিও দেখে আনন্দ পাবেন।’

অন্যদিকে গানটির সুরকার শফিক তুহিন বলেন, ‘সাব্বির নাসিরের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি যে আসলে সত্যিই একজন অন্তপ্রাণ সোল মিউজিশিয়ান এবং তার গায়কীতে একটা নিজস্বতা রয়েছে। আমি আশা রাখি এই গানটি শ্রোতাদের অনেক অনেক ভালো লাগবে।’

ভিডিওটি পুরান ঢাকা ও সদরঘাট এলাকায় টানা দুই দিনব্যাপী শুটিং হয়েছে। অত্যাধুনিক সিনেমাটিক টেকনোলজিতে। সম্পূর্ণ প্রোডাকশনের দায়িত্বে ছিল সিনেআর্ট প্রোডাকশন।

সাব্বির নাসিরের আগের প্রকাশিত গানের মধ্যে ‘বৈশাখী মেলায়’, ‘জল জোছনা’, ‘ফাগুন আসছে’, ‘তুমি যদি বলো’ অন্যতম।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়