ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

নিজের গানে মডেল রুনা লায়লা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯ , ০৫:৪৬ পিএম


loading/img

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা মাস খানেক আগে নিজের সুরে ‘ফেরাতে পারিনি’ নামে একটি গানে কণ্ঠে দেন। 

বিজ্ঞাপন

কবির বকুলের কথায় গানটির সঙ্গীতায়োজন করেন রাজা কাশেফ। অডিও মাধ্যমে নিজের সুরে গাওয়া এটিই গুণী এই শিল্পীর প্রথম গান। এর আগে চলচ্চিত্রে নিজের সুরে একটি গান গেয়েছেন তিনি।

এখন ‘ফেরাতে পারিনি’ গানটির মিউজিক ভিডিওর শুটিং চলছে। সেখানে শিল্পীর উজ্জ্বল উপস্থিতি থাকছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মিরপুরে রুনা লায়লার নিজের বাড়িতে গান-ভিডিওর বেশকিছু অংশের কাজ হয়েছে। এটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক।

শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মিউজিক ভিডিওটি। 

এম 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |