• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবিন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:২২
মেহজাবিন চৌধুরী

হালের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বর্তমান সময়ে এই তারকা মানেই হিট নাটক। তার প্রতিটি কাজ দর্শকরা লুফে নিচ্ছেন। ঠিক এমন সময়ে কে বা কারা এই তারকা অভিনেত্রীর ইমেজ ক্ষুণ্ণ করার এক খেলায় মেতেছেন।

সোশ্যাল মিডিয়াতে একটি সেক্স স্ক্যান্ডালের ক্লিপ মেহজাবিনের বলে প্রচারণা চালাচ্ছে একটি মহল। সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বেশ আলোচনার শুরু হয়। তবে বেশির ভাগেরই মন্তব্য ভিডিওর সেই মেয়েটি মেহজাবিন নন।

রাতেই মেহজাবিন নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘আজকে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোক বিভ্রান্তির সৃষ্টি করছে। আমার সকল ভক্ত এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ, মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।’

মেহজাবিন আরও লিখেছেন, ‘আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। যারা এসব বিভ্রান্তিকর তথ্য বা ভিডিও ছড়াচ্ছে বা ছড়াতে সাহায্য করছেন, তাদের বিরুদ্ধে তারা (পুলিশ) যথাযথ ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়