ভারতীয় জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর। একটি রিয়েলিটি শোয়ের অডিশনে হঠাৎ তাকে চুম্বন করে বসেন এক প্রতিযোগী। সেই ভিডিও সোশ্যাল সাইটে প্রকাশ হওয়ার পরই ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি ওই রিয়েলিটি শোয়ের অডিশনে বিচারকের আসনে হাজির হন অনু মালিক, নেহা কাক্কর এবং বিশাল দাদলানি।
সেখানেই আচমকা এক প্রতিযোগী এসে হাজির হন। যিনি প্রথমে নেহা কাক্করকে বেশ কিছু উপহার দিতে শুরু করেন। নেহাও খুশি মনে তা হাতে নিয়ে নেন। এরপর আচমকাই গালে জোর করে চুম্বন করে বসেন ওই গায়ক। যা দেখে শোয়ের প্রত্যেকে হকচকিয়ে যান।
এরপর সেখান থেকে সরে যান বলিউডের এই জনপ্রিয় গায়িকা। কিন্তু ওই ব্যক্তিকে কী বলবেন, তা বুঝে পাননি নেহা। আর ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
এদিকে সম্প্রতি হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় নেহা কাক্করের। হিমাংশের সঙ্গে বিচ্ছেদের পর প্রথমে সেই ধাক্কা সামলাতে পারেননি নেহা। যা সোশ্যাল সাইটে তার দুঃখভরা স্ট্যাটাস দেখলেই বোঝা যায়।
এম