ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

শহীদের স্ত্রী কি সিনেমায় নামছেন?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২১ অক্টোবর ২০১৯ , ০৬:৪৩ পিএম


loading/img

বলিউডের হালের অন্যতম আলোচিত তারকা অভিনেতা শহীদ কাপুর। সম্প্রতি এই অভিনেতার স্ত্রী মীরা রাজপুতের ‘পাবলিক অ্যাপিয়ারেন্সে’ গ্ল্যামারাস লুক, চোখ ধাঁধানো ফ্যাশন স্টাইল মুগ্ধ করেছিল নেটিজেনদের।

বিজ্ঞাপন

গুঞ্জন শোনা যাচ্ছে, বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে মীরার। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শহীদ কাপুর।

শহীদ কাপুর বলেন, 'বিয়ের এক বছরের মধ্যেই আমাদের প্রথম সন্তান মিশা আসে। এর ঠিক বছর দু’য়েকের মাথায় জাইনের জন্ম হয়। এই মুহূর্তে মীরার কাছে ওদের বড় করে তোলার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। মা হিসেবে ও খুবই নিবেদিত। ওর এখন একটাই ইচ্ছা, তা হলো বাচ্চাদের সময় দেয়া।' খবর আনন্দবাজার পত্রিকার।

বিজ্ঞাপন

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ভাইরাল ভিডিও নিয়ে বললেন মেহজাবিন
---------------------------------------------------------------------

শহীদ কাপুর বলেন, 'মীরার বয়স মাত্র ২৫। ওর হাতে সারা জীবন পড়ে আছে। আর তাছাড়া ও সিনেমায় আসবে কী না, তা সম্পূর্ণভাবে ওর ব্যক্তিগত সিদ্ধান্ত।'

বিজ্ঞাপন

বছর দুয়েক আগে মীরা নিজেও জানান, সংসার ও সন্তান নিয়ে থাক্তেই তার ভালো লাগে।

২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েন শহীদ-মীরা। তখন শহীদের বয়স ৩৪, আর মীরা ২১ ছিল। আপাতত মীরার সিনেমায় নাম লেখানোর ইচ্ছে নেই বলেই ধারণা করা হচ্ছে।  

আরও পড়ুন 

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |