'লক্ষ্মীসোনা' গানের জন্য পুরস্কার জিতলেন হৃদয় খান
প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)’-এর প্রথম আসর। গেল ২১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে দুই বাংলার শিল্পীদের মেলা বসেছিল।
এ ক্ষেত্রে বিচার্য ২০১৮ সালের জুন থেকে চলতি বছরের (২০১৯) জুন পর্যন্ত ভারত ও বাংলাদেশে মুক্তি পাওয়া সিনেমাগুলো।
'যদি একদিন' ছবির 'লক্ষ্মীসোনা' গানের জন্য বাংলাদেশ থেকে সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন হৃদয় খান। সঙ্গীত পরিচালনার পাশাপাশি গানটিতে কণ্ঠ দেন হৃদয়। চলতি বছরের অন্যতম জনপ্রিয় গান এটি। গানটিতে সিনে পর্দায় ছবির নায়ক তাহসান খান ও রাইসার বাবা-মেয়ের অন্য এক আবেগ উঠে আসে।
গানটি লিখেছেন এস এ হক অলিক। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত 'যদি একদিন' ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। তাহসানের বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। আরও ছিলেন আলোচিত অভিনেতা তাসকিন রহমান।
পুরস্কারপ্রাপ্তির পর হৃদয় খান তার সমস্ত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া ছবির সংশ্লিষ্টদের ধন্যবাদজ্ঞাপন করেছেন।
আর ভারত থেকে সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন বিক্রম ঘোষ।
আরও পড়ুন
এম
মন্তব্য করুন