বেঙ্গল মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘সাপলুডু’ এবার দর্শক মাতাতে যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায়। আগামী ২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় এবং পরদিন রোববার বেলা দু’টায় রিগাল সওগ্রাস স্টেডিয়ামে প্রদর্শিত হবে সিনেমাটি।
রিগালের ওয়েব সাইট ও ফানড্যানগো ডট কমে টিকিত পাওয়া যাবে। গোলাম সোহরাব দোদুল পরিচালিত পলিটিক্যিাল থিলারধর্মী ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
চলতি বছর ২৭ সেপ্টেম্বর সারাদেশে 'সাপলুডু' ছবিটি মুক্তি পায়। দেশের সাফল্যের পর বিদেশের মাটিতেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে ছবিটি।
টিকিট পাওয়া যাবে- Tickets on Regal website and Fandango.com
এম