ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯

শেষ হলো এশিয়ার সর্ববৃহৎ লোকসংগীতের মহোৎসব

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৭ নভেম্বর ২০১৯ , ১১:৪৩ এএম


loading/img

“আর কি বসবে এমন সাধুর সাধবাজারে, 
না জানি কোন সময় কী দশা হয় আমারে”।

বিজ্ঞাপন

যে গান আবেগতাড়িত করে আমাদের, দেহতত্ত্ব। আর মাটির কথা ফুটে ওঠে যে গানে, সেটাই তো আমাদের লোকগান। লোকসংগীতের অমিয় সুধা সবার মাঝে ছড়িয়ে দিতে গত চার বছরের পরিক্রমায় এবারও সান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯’। 

পঞ্চমবারের এই আয়োজন শেষ দিন ছিল শনিবার। এদিন অন্যান্য দিনের মতোই আর্মি স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় আর বাঁধভাঙা উল্লাস প্রমাণ করে এদেশের মানুষ লোকগানকে কতটা ভালোবাসে। 

বিজ্ঞাপন

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফস্টে ২০১৯’-এর শেষদিনে দর্শক মাতিয়েছেন বাংলা লোকসংগীতের এক অনন্য নাম আলহাজ আব্দুল মালেক কাওয়াল, জনপ্রিয় লালন সংগীতশিল্পী চন্দনা মজুমদার, রাশিয়ার কারেলিয়া অঞ্চলের জনপ্রিয় ব্যান্ড সাত্তুমা এবং উপমহাদেশের বিখ্যাত সুফি ব্যান্ড পাকিস্তানের জুনুন।

এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলী অংশ নিয়েছেন। প্রতিবারের মতো এবারও দর্শক বিনামূল্যে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন। 

এম 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |