ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

এমিলিয়াকে নগ্ন দৃশ্যের জন্য চাপ!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ , ১০:০৫ এএম


loading/img
এমিলিয়া ক্লার্ক

‘গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্ক দাবি করেছেন, ওই শোয়ের পর এর পরে নগ্ন হয়ে উপস্থিত হওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল। ‘গেম অব থ্রোনস’ এ তখলেসির চরিত্রে এমিলিয়া ক্লার্কের ভূমিকা ছিল বেশ।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে এমিলিয়া আরও বলেন, এর জন্য আমাকে সেটে ঝামেলাও করতে হয়েছে। যখন আমি বলেছি, গায়ের চাদরটা রেখে দিতে, তারা বলেছে তোমার ‘গেম অব থ্রোনস’ অনুরাগীদের হতাশ কোরো না।

বিজ্ঞাপন

সহ-শিল্পী জেসন মোমোয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এমিলিয়া বলেছেন, জেসনের এই ধরনের দৃশ্য করার অভিজ্ঞতা ছিল। অনেক কিছুই হতে পারত। তবে ও যে ভাবে গাইড করেছিল তাতে আমি সহজ হতে পেরেছি।

বিজ্ঞাপন

‘গেম অব থ্রোনস’র অভিজ্ঞতা নিয়ে হতাশ হয়ে তিনি আরও বলেন, আমি এই প্রথম মৌসুমে ভাবছি আমি কী করব তা আমার কোনও ধারণা নেই। এর আগে কখনও এমন কোনও ফিল্মের সেটে ছিলাম না, এর আগেও আমি দু'বার ফিল্মের সেটে ছিলাম। আর এখন আমি অনেক মানুষের সামনে পুরো উলঙ্গ হয়ে একটি চলচ্চিত্রের সেটে থাকি। আমি জানি না আমি বলতে চাইছি, আমার কাছ থেকে কী প্রত্যাশা করা হয়েছে তা আমি জানি না এবং আপনারা কী চান তা আমি জানি না।

জিএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |