ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পেঁয়াজের দুল নিয়েই খুশি অক্ষয়ের বউ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ , ০২:২৮ পিএম


loading/img
অক্ষয় কুমার, টুইঙ্কেল খান্না এবং পেঁয়াজের দুল।

এই মুহূর্তে 'গুড নিউজ' নিয়ে ভীষণ ব্যস্ত অক্ষয় কুমার। 'গুড নিউজ' তার নতুন ছবি এজন্য ব্যস্ত থাকতেই হবে। তবে এই ব্যস্ততার ফাঁকে নতুন এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় তিনি। স্ত্রী টুইঙ্কেল খান্নাকে দিয়েছেন পেঁয়াজের দুল উপহার। আর এতেই খুশি টুইঙ্কেল।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুলের ছবি পোস্ট করেছেন টুইঙ্কেল। জানিয়েছেন, কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠানে গিয়েছিলেন অক্ষয়। সেখানে কারিনা কাপুরকে এই পেঁয়াজের দুল দেখানো হয়। কিন্তু দুল দুটো কারিনার খুব একটা পছন্দ হয়নি। অক্ষয় জানতেন, টুইঙ্কেলের পছন্দ হবে, তাই তিনি নিয়ে আসেন। দেখুন কেমন এই পেঁয়াজের দুল

বিজ্ঞাপন

দুল দেখে অবাক আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। ছবির কমেন্টে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

কিছুদিন আগে টুইঙ্কেল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, স্ত্রীর জন্য কালো কফি বানিয়ে আনছেন অক্ষয়। টুইঙ্কল লিখেছেন, কফির যা ছিরি, তিনি এরপর আর অক্ষয়ের কাছে কখনও কফির বায়না ধরেননি।

জিএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |