ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

গহীনের গান সিনেমার হল তালিকা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ , ০৮:০৮ পিএম


loading/img
গহীনের গান

দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম 'গহীনের গান' মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের পক্ষ থেকে সিনেমার হল তালিকা জানানো হয়েছে। সারাদেশের ১৩টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে আসিফ আকবর অভিনীত সিনেমাটি।

বিজ্ঞাপন

শুক্রবার থেকে ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী (ঢাকা), মধুমিতা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (ঢাকা), গীত (ঢাকা), নিউ মেট্রো (নারায়নগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), চন্দ্রিমা (সাভার), শাপলা (রংপুর), চিত্রালী (খুলনা), পূরবী (ময়মনসিংহ) রুপকথা (পাবনা) সিনেমা হলগুলোতে প্রদর্শিত হবে গহীনের গান।

বিজ্ঞাপন

আসিফ আকবর ছাড়া আরও অভিনয় করেছেন  সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুনসহ অনেকে।   

গহীনের গান-এ ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া ভিন্ন ভিন্ন বিষয়ের ৯টি নতুন গান।  পরিচালনা করেছেন সাদাত হোসাইন।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |