ঢাকা

যাদের প্রেমে পড়েছিলাম সবাই ভণ্ড-চরিত্রহীন: পপি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ , ১২:৫৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

লাখো তরুণের হৃদয় বসবাস করা চিত্রনায়িকা পপির প্রেম ও বিয়ে নিয়ে দারুণ চর্চা হয়। বিভিন্ন সময়ে বিয়ের কথা বললেও শেষ পর্যন্ত আর তা হয়ে ওঠেনি নায়িকার। কেন বিয়ে করেনি পপি এবং নিজের প্রেমের সম্পর্ক নিয়ে এবার একটি গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। 

বিজ্ঞাপন

জীবনে কতবার প্রেমে পড়েছেন জবাবে পপি বলেন, ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে। কিন্তু আমি এক-দুজনের প্রেমে পড়েছি। তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি, একসময় দেখেছি ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যাবাদী।

২০১৯ সালে পপি বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু কেন এখনও বিয়ে করছেন না প্রশ্ন করা হলে তিনি বলেন, সৎ ও যোগ্য পাত্র না পাওয়াতে বিয়ে করিনি। তবে খোঁজ চলছে। মিলে গেলে ২০২০ সালেই বিয়ে হয়ে যাবে।

বিজ্ঞাপন

পপি আরও বলেন, সত্যি কথা কী একজন ছেলে, ‘জান খেয়েছ, জান ঘুমিয়েছো’— লিখে একই এসএমএস ১১ জন মেয়েকে পাঠায় এমন ছেলের সঙ্গে বিয়ে করতে চাই না। সৎ ও বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া খুব মুশকিল। সম্পর্কের জায়গাটায় সততা থাকতে হবে। যদি এমন না পাই তাহলে আরও ২০ বছর গেলেও বিয়ে না করার আফসোস হবে না।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |