• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

আবারও পশ্চিমবঙ্গে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জানুয়ারি ২০২০, ১৩:১২
অপু বিশ্বাস
ছবি আরটিভি অনলাইন

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আবারও পশ্চিমবঙ্গে উড়ে গেলেন এই নায়িকা। কারণ সেখানে দুটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি। গতকাল মঙ্গলবার সেখানে গেছেন অপু। আজ বুধবার আসামের একটি শোতে অংশ নেবেন। আগামীকাল মেদিনীপুর আরও একটি শোতে হাজির হবেন।

অনলাইন প্লাটফর্মের জন্য ওপার বাংলার দর্শকরাও এদেশের সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া সাফটা চুক্তির মাধ্যমে দুই দেশের ছবির আদান-প্রদান হয়ে থাকে। ফলে দুই দেশই বিভিন্ন আয়োজনে দুই বাংলার শিল্পীদের অনুষ্ঠানে রাখার চেষ্টা করেন আয়োজকরা। দুই বাংলার একটা সেতুবন্ধন তৈরিতে সহায়কও বটে। জানা গেছে, শো শেষ করে আগামী ১৭ জানুয়ারি ঢাকা ফিরবেন এই নায়িকা।

গেল বছর অক্টোবরে আসামে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অপু। এদিকে টালিউডে ‘শটকার্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবিটির শুটিং শেষ হয়েছে। সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

এদিকে ঢাকাই ছবিতে অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী।

এম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলে জয়কে নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলেন অপু বিশ্বাস
অপুর নতুন লুকে মুগ্ধ নেটবাসী
কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী
শাকিব আমার সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি আসে: অপু