ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

আবারও পশ্চিমবঙ্গে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ , ০১:১২ পিএম


loading/img
ছবি আরটিভি অনলাইন

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আবারও পশ্চিমবঙ্গে উড়ে গেলেন এই নায়িকা। কারণ সেখানে দুটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি। গতকাল মঙ্গলবার সেখানে গেছেন অপু। আজ বুধবার আসামের একটি শোতে অংশ নেবেন। আগামীকাল মেদিনীপুর আরও একটি শোতে হাজির হবেন।

বিজ্ঞাপন

অনলাইন প্লাটফর্মের জন্য ওপার বাংলার দর্শকরাও এদেশের সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া সাফটা চুক্তির মাধ্যমে দুই দেশের ছবির আদান-প্রদান হয়ে থাকে। ফলে দুই দেশই বিভিন্ন আয়োজনে দুই বাংলার শিল্পীদের অনুষ্ঠানে রাখার চেষ্টা করেন আয়োজকরা। দুই বাংলার একটা সেতুবন্ধন তৈরিতে সহায়কও বটে। জানা গেছে, শো শেষ করে আগামী ১৭ জানুয়ারি ঢাকা ফিরবেন এই নায়িকা।

গেল বছর অক্টোবরে  আসামে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অপু। এদিকে টালিউডে ‘শটকার্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবিটির শুটিং শেষ হয়েছে। সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

বিজ্ঞাপন

এদিকে ঢাকাই ছবিতে অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী।

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |