• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

আমার ছোট্ট সোনাটা রুপা-ব্রোঞ্জ জিতেছে: শাহরুখ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জানুয়ারি ২০২০, ১৪:৪৭
শাহরুখ খান, আব্রাম খান, সাফল্য
শাহরুখ খান ও আব্রাম খান।

সন্তানের সাফল্যে সব বাবা-মায়ের মনে বোধহয় নতুন কিছু দোলা দেয়, আবেগি হন তারা। কেউ প্রকাশ করেন, কেউবা একাকী সুখ অনুভব করেন। তবে বলিউড কিং শাহরুখ খান তার সন্তানের সাফল্য ভক্তদের নিয়ে উপভোগ করতে চাইলেন।

বিষয়টা খুলে বলি। স্কুলের খেলাধূলার অংশ নিয়ে রুপা এবং ব্রোঞ্জ মেডেল জয় করেছে শাহরুখের ছোট ছেলে আব্রাম। গর্বিত বাবা ছেলের সাফল্যে এতটাই উচ্ছ্বসিত যে মেডেল, প্রশংসাপত্রসহ ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছেন। সঙ্গে লিখেছেন, আজ আমার ছোট্ট সোনা, রুপো আর ব্রোঞ্জ নিয়ে এসেছে।

কিং খানের ওই পোস্টে লাইক-কমেন্টের বন্যা। ছোট্ট আব্রামকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

গৌরি খান-শাহরুখের সন্তানদের নিয়ে ভক্তদের মনে বেশ কৌতূহল। আরিয়ান ও সুহানা এখন বেশ বড়। বিদেশে লেখাপড়া নিয়ে ব্যস্ত মেয়ে সুহান, আরিয়ানও আগামী দিনের তারকা। আব্রামকে নিয়েও কম আলোচনা হয় না।

২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের। আরিয়ান এবং সুহানার জন্মের অনেক বছর পর তৃতীয় সন্তানের জন্য চেষ্টা করলে শাহরুখ পত্নী গৌরী খানের শারীরিক সমস্যা দেখা দেয়। তখন সারোগেসির সিদ্ধান্ত নেন গৌরী-শাহরুখ। জন্মের পর থেকেই ‘টক অব দ্য টাউন’ আব্রাম। বাবার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ভাইরাল হয় সে।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!
হিমেশের হাত ধরেই ক্যারিয়ার শুরু দীপিকার
যে কারণে ‘ওম শান্তি ওম’র প্রস্তাব ফিরিয়ে দেন বিবেক
শাহরুখের থাপ্পড় ইস্যুতে মুখ খুললেন হানি সিং