পাঁচ বছর পর দেশে টনি ডায়েস
নন্দিত অভিনেতা টনি ডায়েস। নব্বই দশকের জনপ্রিয় এই পর্দা মুখ এখন বাংলাদেশে। দীর্ঘ পাঁচ বছর পর গেল ২২ জানুয়ারি নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন তিনি। এবার অবশ্য দেশে ফেরার কারণটা ভিন্ন। ঢাকায় এসেই নীরবে কক্সবাজার চলে গেছেন টনি ডায়েস।
এ ব্যাপারে টনি ডায়েস বলেন, আমার এবারের সফরটা কেবল স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে ভালো কিছু সময় কাটানোর জন্য। আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আমার শৈশব-কৈশোর কেটেছে। এমন ৪০ জন বন্ধু এক হয়েছি কক্সবাজারে। এই ৪০ জনের মধ্যে অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে থাকে। সবাই ছুটে এসেছি নিজ দেশে।
২৭ জানুয়ারি একটি ফ্লাইটে নিউইয়র্ক ফিরে যাবেন বলে জানান টনি ডায়েস।
১৯৮৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেয়ার মধ্য দিয়ে অভিনয় জীবনের পথচলা শুরু তার। ১৯৯৪ সালে তার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। ২০০৮ সালে ‘মেঘের কোলে রোদ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে টনি ডায়েসের। এরপর ‘পৌষ মাসের পিরীত’ ছবিতে কাজ করেন।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রিয়া ডায়েসকে বিয়ে করেন টনি। তাদের মেয়ের নাম অহনা। ২০০৮ সালের শেষের দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে পরিবার নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন তিনি।
এম /পি
মন্তব্য করুন