এক নজরে তরুন মুন্সীর সব প্রিয়
একজন জাত শিল্পী তরুন মুন্সী। সঙ্গীতের কোথায় বিচরণ নেই তার। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক আধুনিক বাংলা গানের প্রায় সব ক্ষেত্রেই মেধার স্বাক্ষর রেখে চলছেন।
তার কণ্ঠে- ‘স্বার্থপর’, ‘আনলাকি থার্টিন’, ‘অবনী বাড়ি আছো?’, ‘কিছু কিছু নাম্বার থেকে’, ‘মনের আশায়’, ‘চাইলে তুমি’, ‘আশা নামের একটা পাখি’, ‘কারো কাছে’, ‘মনের মানুষ’, ‘আজব’সহ অসংখ্য রোমান্টিক এবং স্যাড রোমান্টিক ধারার রক, হার্ড রক, মেলো রক গানগুলো এখনও রয়েছে শ্রোতাদের ভাবনার বারান্দায়।
গেল বছর শেষদিকে মুক্তিপ্রাপ্ত দেশের প্রথম মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’র মাধ্যমে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এতো গুণে গুণান্বিত মানুষটি নীরবে-নিভৃতে থাকতেই পছন্দ করেন। তরুন মুন্সীর প্রিয় বিষয়গুলো নিয়ে আরটিভি অনলাইনের আজকের আয়োজন। চলুন এক নজরে দেখে নেই তরুনের সব প্রিয়গুলো।
প্রিয় শখ- গান লিখা ও সুর করা
প্রিয় লেখক – হুমায়ূন আহমেদ
প্রিয় খাবার- পরোটা আর সবজি
প্রিয় ব্যক্তিত্ব- বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)
প্রিয় গায়ক- আইয়ুব বাচ্চু
প্রিয় গায়িকা- প্রতিমা বন্দ্যোপাধ্যায়
প্রিয় অভিনেতা- নায়করাজ রাজ্জাক
প্রিয় অভিনেত্রী– ববিতা
প্রিয় সিনেমা- দেবদাস (বাংলাদেশি)
প্রিয় বই- হিমু
প্রিয় বচন- চুপ থাকা ইবাদত
প্রিয় সুগন্ধি- গুচ্চি
সানগ্লাস ব্র্যান্ড- রে-ব্যান
ঘড়ি- ক্যাসিও
প্রিয় মুহূর্ত- মেয়ের জন্ম সময়
প্রিয় ফুল– কাঠ গোলাপ
পছন্দের ড্রেস- কালো শার্ট / ডেনিম জিন্স
অবসর – গান শোনা / গীটার বাজানো
ভ্রমণ/ঘোরাঘুরি– কক্সবাজার
এম
মন্তব্য করুন