• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

‘সিক্রেট এজেন্ট’ নিয়ে ফিরলেন সাফি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জানুয়ারি ২০২০, ২১:১৯
সিক্রেট এজেন্ট
ছবিতে সাফি এবং বাপ্পী-উষ্ণ

দীর্ঘদিন পর নতুন ছবির কাজ শুরু করলেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফি। নাম ‘সিক্রেট এজেন্ট’। এতে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে আছেন নবাগত উষ্ণ।

সোমবার (২৭ জানুয়ারি) থেকে ঢাকায় ছবিটির শুরু হয়েছে। গল্পে দেখা যাবে, পুলিশের এজেন্ট বাপ্পী। আর তার প্রেমিকা উষ্ণ।

এরই মধ্যে ‘ওস্তাদ’ নামে আরেকটি ছবিতে কাজ শুরু করেছেন উষ্ণ। চলচ্চিত্রে নিজের একটা ভালো অবস্থান করতে চান নবাগত এই নায়িকা।

এদিকে বাপ্পী অভিনীত শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এতে তার বিপরীতে আছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এছাড়া আরও কয়েকটি ছবির কাজ শেষ করেছেন তিনি।

সাফি উদ্দিন সাফি ২০০৩ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম ছবি ‘গাদ্দারী’তে নায়ক-নায়িকা ছিলেন মান্না-পূর্ণিমা। একে একে ‘তোমার জন্য মরতে পারি’, ‘ও সাথী রে’, ‘মেশিনম্যান’, ‘ঢাকার কিং’, ‘হানিমুন’, ‘ভালোবাসা এক্সপ্রেস’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘ব্ল্যাকমানি’সহ ২৪টি ছবি পরিচালনা করেছেন তিনি। সবশেষ ২০১৭ সালে এই পরিচালকের ‘মিসড কল’ ছবিটি মুক্তি পায়। তারপর বেশ কিছু ছবি নির্মাণের কথা শোনা গেলেও বিরতিতেই ছিলেন এই নির্মাতা।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়