• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের ২০তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জানুয়ারি ২০২০, ১১:৪৬
ও প্রিয়া তুমি কোথায়
ছবি সংগৃহীত

দেশীয় অডিও ইন্ডাস্ট্রিতে ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি একটি ইতিহাস। এখন পর্যন্ত দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ও ব্যবসা সফল অ্যালবাম।

অ্যালবামটি ৬০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল। আর এই অ্যালবামটির মাধ্যমে শিল্পী আসিফ আকবর যে ঝড় তুলেছিলেন তা আজো অবিচল। অডিও ইন্ডাস্ট্রির ঐতিহাসিক অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’র ২০তম জন্মদিন আজ।

২৯ জানুয়ারি ২০০১ সাল। বিশ বছর আগে কথা। প্রথমে ঢাকার বাইরে এবং পরের দিন তা সারা দেশের প্রতিটি অলিগলি আর অডিও দোকানগুলোতে বেজে উঠেছিল ‘ও প্রিয়া তুমি কোথায়’। অ্যালবামের প্রতিটি গানই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। তবে টাইটেল গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রথম থেকে এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়।

গানটির জনপ্রিয়তা নিয়ে আসিফ আকবরকে প্রশ্ন করলে তিনি জানালেন, ‘ও প্রিয়া তুমি কোথায়’র পর তার অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে ক্রিকেট নিয়ে ‘সাবাশ বাংলাদেশ’, লাল-সবুজ সিনেমার ‘সবুজের বুকে লাল’, ‘অপরূপা’ এমন অডিও ফিল্ম মিলিয়ে অসংখ্য জনপ্রিয় গান। কিন্তু ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি তার নিজের জায়গাতে আছে। এই রেকর্ড ভাঙা সম্ভব নয়।

এম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের কাছে আসিফের ৫ প্রশ্ন
যেভাবে আসিফ আকবরের গানে মডেল হলেন সেই ‘ভাইরাল’ কন্যা সিঁথি
সেই ভাইরাল সিঁথিকে নিয়ে নতুন খবর দিলেন আসিফ আকবর
হাসনাত-সারজিসকে নিয়ে যা বললেন আসিফ আকবর