ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের ২০তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৯ জানুয়ারি ২০২০ , ১১:৪৬ এএম


loading/img
ছবি সংগৃহীত

দেশীয় অডিও ইন্ডাস্ট্রিতে ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি একটি ইতিহাস। এখন পর্যন্ত দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ও ব্যবসা সফল অ্যালবাম। 

বিজ্ঞাপন

অ্যালবামটি ৬০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল। আর এই অ্যালবামটির মাধ্যমে শিল্পী আসিফ আকবর যে ঝড় তুলেছিলেন তা আজো অবিচল। অডিও ইন্ডাস্ট্রির ঐতিহাসিক অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’র ২০তম জন্মদিন আজ।  

২৯ জানুয়ারি ২০০১ সাল। বিশ বছর আগে কথা। প্রথমে ঢাকার বাইরে এবং পরের দিন তা সারা দেশের প্রতিটি অলিগলি আর অডিও দোকানগুলোতে বেজে উঠেছিল ‘ও প্রিয়া তুমি কোথায়’। অ্যালবামের প্রতিটি গানই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। তবে টাইটেল গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রথম থেকে এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। 

বিজ্ঞাপন

গানটির জনপ্রিয়তা নিয়ে আসিফ আকবরকে প্রশ্ন করলে তিনি জানালেন, ‘ও প্রিয়া তুমি কোথায়’র পর তার অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে ক্রিকেট নিয়ে ‘সাবাশ বাংলাদেশ’, লাল-সবুজ সিনেমার ‘সবুজের বুকে লাল’, ‘অপরূপা’ এমন অডিও ফিল্ম মিলিয়ে অসংখ্য জনপ্রিয় গান। কিন্তু ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি তার নিজের জায়গাতে আছে। এই রেকর্ড ভাঙা সম্ভব নয়।

এম/পি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |