• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আসছে মুন্নাভাই-সার্কিট জুটির 'মুন্না ভাই ৩'

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৯
Munna  Bhai 3,
ফাইল ছবি

বলিউডের ব্যবসা সফল ছবি 'মুন্নাভাই এমবিবিএস' ২০০৩ সালে মুক্তি পায়। এরপর সাফল্যের ধারাবাহিকতায় 'লাগে রাহো মুন্নাভাই' ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। দুটো ছবিই পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। আর হিরানির পরিচালিত শেষ ছবিটি ছিল সঞ্জয় দত্তের বায়োপিক 'সাঞ্জু'।

মুন্নাভাই-সার্কিটের জুটি দর্শক মনে আজো জায়গা দখল করে আছে। এবার সেই জুটি আবারও ফিরছে বড় পর্দায়। প্রযোজক বিধু বিনোদ চোপড়া জানালেন, খুব শিগগিরই আসছে মুন্নাভাই ৩। ছবির স্ক্রিপ্ট তৈরি।

তার নতুন ছবি 'শিকারা' মুক্তি পাবে খুব শিগগিরই। এ ছবির প্রচারণার এক অনুষ্ঠানে বিধু বিনোদ জানালেন, সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি তার মনের খুব কাছের। যত দ্রুত সম্ভব মুন্নাভাই সিরিজের থার্ড ছবির কাজ শুরু হবে।

তার কথায়, 'আমি মুন্নাভাই তৈরি করতে চাই। আবার কিছু মজার ছবি বানাবো। অনেক দিন ভাবনা-চিন্তার পরে অবশেষে একটা স্টোরি আইডিয়া পেয়েছি আমরা।'

এদিকে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি যখন পরিবর্তন হচ্ছে না, তখন পরিচালক রাজকুমার হিরানিই থাকবেন তো? জবাবে তিনি জানান, 'সঞ্জয় তো থাকবেই ছবিতে। বাকি যারা ছিলেন সবাই থাকবেন। ১০ ফেব্রুয়ারি এই ছবির কাজে হাত দেবো।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়