• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মঞ্চে এন্ড্রু কিশোর আবেগে ভাসিয়েছেন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৯
এন্ড্রু কিশোর
ছবি সংগৃহীত

বরেণ্য সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর। গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে ক্যানসারের চিকিৎসা চলছে তার।

রোববার সন্ধ্যায় এন্ড্রু কিশোরের সম্মানে এক কনসার্টের আয়োজন করা হয় সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে। এদিন গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, মিতালী মুখার্জি ও এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।

সেখানে চিকিৎসকদের অনুমতি নিয়ে উপস্থিত হয়েছিলেন এন্ড্রু কিশোর। অসুস্থ শরীর নিয়েও গান গেয়ে দর্শক শ্রোতাদের অন্যরকম আবেগে ভাসিয়েছেন তিনি। তার সঙ্গে কন্ঠ মেলাতে গিয়ে কেঁদেছেন অনেক ভক্তও।

কনসার্টের শিরোনাম ছিল ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’। চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে ১৮টি কেমো সম্পন্ন হয়েছে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাণ গ্রুপে বিশাল নিয়োগ, নেবে ৩০০ জন
বিদেশে চিকিৎসা বাবদ বাংলাদেশিরা বছরে ৫ বিলিয়ন ডলার খরচ করে: গভর্নর
আকিজ গ্রুপে নিয়োগ, চিকিৎসাসেবাসহ থাকবে যেসব সুবিধা
বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১২৫