প্রতি বছরের মতো এবারও অস্কারের মঞ্চে উঠবেন আশা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু ৯২তম আসরে যোগ দিতে পারেননি তিনি।
ফলে মন খারাপ নায়িকার। অস্কারের মঞ্চের পুরোনো স্মৃতি মনে করে নস্টালজিয়ায় ভুগেছেন তিনি। ২০১৬-১৭-তে অস্কারের আয়োজনে হাজির হয়েছিলেন নায়িকা। সেদিনের স্মৃতিতে হারিয়ে গেছেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া টুইটারে লিখেছেন, ‘এবার আর অস্কারে যাওয়া হলো না। তবে আমার নজর অস্কারে রয়েছে৷ আপনারা কাকে নিয়ে মেতেছেন এবার। আমি ঘরে টেলিভিশনের সামনে বসে অস্কারের আয়োজনের সঙ্গে থেকেছি। আবারও হয়তো দেখা হবে সেই মঞ্চে।’
প্রিয়াঙ্কা চোপড়া অস্কারের পুরোনো বেশকিছু ছবিও টুইট করেছেন। রেড কার্পেট লুকসের ছবি দিয়ে ভক্তদের কাছে জানতে চেয়েছেন তার কোন অস্কার লুকটা পছন্দের।
এম