• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সত্য ঘটনা অবলম্বনে ভালোবাসা দিবসের নাটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০০
ভালোবাসা দিবস, টেলিভিশন, নাটক, ‘পরিপূরক’
মেহজাবীন, আফরান নিশো ও শাফায়াত মনসুর রানা।

এবারও ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’ শিরোনামকে সামনে রেখে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে নাটক।

ভালোবাসা দিবসের এই নাটকটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভিতে দেখানো হবে। নাটকের নাম ‘পরিপূরক’। নাটকটি নির্মাণ করেছেন শাফায়াত মনসুর রানা।

নাটকের গল্পে উঠে এসেছে অন্যরকম এক জীবন সংগ্রামের গল্প। এতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী- মেহজাবীন এবং আফরান নিশো।

নাটক প্রসঙ্গে শাফায়াত মনসুর রানা বলেন, নাটকের গল্প অসাধারণ। বাস্তব জীবনের ঘটনা। আমার চরিত্রের প্রয়োজনেই নিশো এবং মেহজাবীনকে নেওয়া। দর্শক দেখলে বুঝতে পারবেন কতটুকু বাস্তবসম্মত।

‘পরিপূরক’ নাটকটি ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ১৫ মিনিটে আরটিভিতে দেখানো হবে।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবসের বিশেষ নাটক ‘নিতুর ডায়েরি’
শেষ বলের নাটকীয়তায় সিলেটকে হারাল ঢাকা
জাপান গার্ডেন সিটির মৃত কুকুরদের জন্য মঞ্চ নাটকে নওশাবা
নাটক থেকে বিদায় নিলেন ফারিয়া শাহরিন