ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

শ্রীদেবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জাহ্নবীর আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ , ১২:৩০ পিএম


loading/img
শ্রীদেবী ও জাহ্নবী।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সকালে বলিউড ভক্তদের মন আচমকাই খারাপ হয়েছিল। কারণ ছিল বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবর। দুবাইয়ে ননদের ছেলে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে গিয়ে হোটেলের বাথটবে ডুবে মৃত্যু হয় সুপারস্টার শ্রীদেবীর। তখনও মুক্তি পায়নি শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর প্রথম ছবি। মায়ের মৃত্যু গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল তাকে এবং বোন খুশিকেও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সামলে উঠেছেন শোক। নিজেকে ব্যস্ত রেখেছেন একের পর এক কাজে। তবে শোক কাটিয়ে উঠলেও মাকে আজও সমানভাবে মিস করেন জাহ্নবী কাপুর।

বিজ্ঞাপন

শ্রীদেবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মায়ের সঙ্গে অতীতের একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহ্নবী লিখেছেন মাত্র একটি বাক্য। ‘মিস ইউ এভরিডে। শব্দের জাল না বুনলেও, এই একটি ছবি বলে ওঠে জাহ্নবীর মনে জমা থাকা কষ্টের কথাগুলো।

বিজ্ঞাপন

জাহ্নবীর পোস্ট করা এই ছবিতে লাইক ও কমেন্ট করেছেন বলিউডের করণ জোহর, জোয়া আখতার, মনীষ মলহোত্রা, স্মৃতি ইরানিসহ বলিউডের নাম করা ব্যক্তিত্বরা।

জিএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |