ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, পোস্টের পর নিখোঁজ অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ১১:৪৩ পিএম


loading/img
ফারজানা খান সাথী। ছবি: সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী ফারজানা খান সাথী নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দেওয়া ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য। এই পোস্টের পর থেকেই বন্ধ রয়েছে তার মোবাইল নম্বর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু জানা যায়নি। নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার সহকর্মীরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তার সহকর্মীরা, শুভাকাঙ্ক্ষীরা এবং ভক্তরা।

একজন নির্মাতা জানান, গতকাল রাতেও আমার সঙ্গে তার কথা হয়েছে। আমরা নতুন একটি নাটক নিয়ে পরিকল্পনা করছিলাম। সব কিছু স্বাভাবিকই ছিল। এমন হাসিখুশি মেয়েটি এমন পোস্ট দেবে, তা কল্পনাও করিনি। এখন যোগাযোগ করতে পারছি না। খুব দুশ্চিন্তায় আছি। আশা করি সে নিরাপদে আছে। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, একসময় ‘স্বপ্নীল সাথী’ নামে শোবিজে পরিচিত ছিলেন তিনি। তবে বিয়ের পর নাম পরিবর্তন করে নিজের আসল নাম ‘ফারজানা খান সাথী’ ব্যবহার শুরু করেন। দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত কাজ করছেন তিনি।

সাথীর সহকর্মীরা জানান, ব্যক্তিজীবনে সাথী ছিলেন প্রাণবন্ত ও সদা হাসিখুশি একজন মানুষ। হঠাৎ এমন পোস্ট দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |