• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

মোহনার সঙ্গে একই ছাদের নিচে নয় বছর জিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮
টালিউড, অভিনেতা, জিৎ, বিবাহবার্ষিকী
জিৎ ও মোহনা রতলানি।

টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। প্রসেনজিৎ, দেব, আবিরের মতো সব ধরনের ছবি তিনি করেন না। সব সময় অ্যাকশন হিরোতেই থাকতে চান। আর জিৎ অ্যাকশন হিরো হওয়া মানে বক্স অফিসে সে ছবি সুপার-ডুপার হিট। জিৎ যে ছবিই করেন খুব ভেবে চিন্তে করেন। ভক্তদের সন্তুষ্টি থাকে শীর্ষে।

এত কথা বলার অর্থ হলো আজ টালিউডের এই তারকার বিয়েবার্ষিকী। নয় বছর ধরে মোহনা রতলানির সঙ্গে একসঙ্গে থাকছেন তিনি।

২০১১ সালের আজকের দিনে জিৎ বিয়ে করেছিলেন মোহনা রতলানিকে। পার হয়েছে অনেকগুলো বছর। জিতের একটি মিষ্টি মেয়েও হয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়ে জিতের সুখের সংসার।

আজ বিয়েবার্ষিকীতে জিৎ বউয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মোহনাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরে চুমু দিয়েছেন জিৎ। ছবির সঙ্গে লিখেছেন, শুভ বিয়েবার্ষিকী আমার ভালোবাসা।

জিএ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে ক্রাইম পেট্রোল অভিনেতাকে ছুরিকাঘাত
রুপালি পর্দার নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র আর নেই
মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জনক বলে আইনি জটিলতায় ভারতীয় গায়ক
এবার ‘স্কুইড গেম ২’ অভিনেতার আপত্তিকর ভিডিও ফাঁস