ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মোহনার সঙ্গে একই ছাদের নিচে নয় বছর জিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ , ১১:০৮ এএম


loading/img
জিৎ ও মোহনা রতলানি।

টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। প্রসেনজিৎ, দেব, আবিরের মতো সব ধরনের ছবি তিনি করেন না। সব সময় অ্যাকশন হিরোতেই থাকতে চান। আর জিৎ অ্যাকশন হিরো হওয়া মানে বক্স অফিসে সে ছবি সুপার-ডুপার হিট। জিৎ যে ছবিই করেন খুব ভেবে চিন্তে করেন। ভক্তদের সন্তুষ্টি থাকে শীর্ষে।

বিজ্ঞাপন

এত কথা বলার অর্থ হলো আজ টালিউডের এই তারকার বিয়েবার্ষিকী। নয় বছর ধরে মোহনা রতলানির সঙ্গে একসঙ্গে থাকছেন তিনি।

২০১১ সালের আজকের দিনে জিৎ বিয়ে করেছিলেন মোহনা রতলানিকে। পার হয়েছে অনেকগুলো বছর। জিতের একটি মিষ্টি মেয়েও হয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়ে জিতের সুখের সংসার।

বিজ্ঞাপন

আজ বিয়েবার্ষিকীতে জিৎ বউয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মোহনাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরে চুমু দিয়েছেন জিৎ। ছবির সঙ্গে লিখেছেন, শুভ বিয়েবার্ষিকী আমার ভালোবাসা।

জিএ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |